দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন গাজী সালাউদ্দিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বুধবার (২১ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি জানান, এসব অভিযোগ মিথ্যা এবং প্রমাণিত হলে তিনি জেলেও যেতে প্রস্তুত।

সালাউদ্দিন বলেন, “১১০ কোটি টাকার কাগজে কীভাবে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসে? গণমাধ্যমে আরও বলা হয়েছে ২৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগও রয়েছে, কিন্তু এগুলোর হিসাব মিলছে না। এসব বিষয়ের নিরপেক্ষ ও সঠিক তদন্ত হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “৬৪ জেলায় ডিসি নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়ে থাকে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার প্রভাব অনেক বড় হওয়া উচিত।”

উল্লেখ্য, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানান অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এনসিটিবির পাঠ্যবই মুদ্রণের জন্য কাগজ কেনায় কমিশন বাণিজ্যের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এর আগেই, ২১ এপ্রিল তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *