
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিন ধরে ক্রিকেটকে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম থেকে মুক্ত রাখতে অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) পরিচালনা করে আসছে। তবুও ফিক্সিংসহ নানা ধরনের অনিয়ম পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। এ কারণেই বোর্ড নতুন উদ্যোগ হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক অ্যান্টি করাপশন ইউনিট ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।
সম্প্রতি বিসিবির বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে মার্শালের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া মার্শাল আকসুকে আরও কার্যকরভাবে গড়ে তুলতে কাজ করবেন। সোমবার তিনি ঢাকায় এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট ও আকসুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপে অংশ নেবেন। পাশাপাশি অতীতে ইউনিটটি কীভাবে কাজ করেছে সে বিষয়েও ধারণা নেবেন।
বিসিবি পরিচালক মিঠু বলেন, “আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টে যেসব সমস্যার মুখোমুখি হয়েছি, সেগুলো সমাধানে তার অভিজ্ঞতা কাজে লাগবে।”
উল্লেখ্য, অ্যালেক্স মার্শাল দীর্ঘদিন যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। ২০১৭ সালে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমনে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করেছে।