দুই দফা ইরানি হামলায় ইসরায়েলে নিহত ৬, আহত অর্ধশতাধিক

দুই দফা ইরানি হামলায় ইসরায়েলে নিহত ৬, আহত অর্ধশতাধিক

দখলদার ইসরায়েলে এক রাতের ব্যবধানে দুটি ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) মধ্যরাত ও রোববার (১৫ জুন) ভোরে এই হামলা দুটি সংঘটিত হয়। এতে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন।

দুই দফা ইরানি হামলায় ইসরায়েলে নিহত ৬, আহত অর্ধশতাধিক
দুই দফা ইরানি হামলায় ইসরায়েলে নিহত ৬, আহত অর্ধশতাধিক

প্রথম দফা হামলায় উত্তর ইসরায়েলের একটি আরব-ইসরায়েলি শহরে খাতিব পরিবারের পাঁচজন নিহত হন। টাইমস অব ইসরায়েল জানায়, নিহতরা সবাই আরব ইসরায়েলি এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি-ইসরায়েলি দ্বৈত শাসনের শিকার হচ্ছিলেন। আলজাজিরা জানায়, ওই এলাকায় আশ্রয়ের তেমন সুযোগ না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে।

দ্বিতীয় দফা হামলায় মধ্য ইসরায়েলের বাত ইয়ামে ৬০ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রেহেবোতে দুজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম নিশ্চিত করেছে।

তেলআবিব ও রামাত গানেও ইরানি হামলায় অবকাঠামো ও মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানকার হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

ইরানের এই দুই দফা হামলায় দ্রুতগতির মিসাইল ব্যবহার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। হামলার আগেই ইসরায়েলি সেনাবাহিনী সকল বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিলেও এখন সেই নির্দেশ তুলে নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এবং এর ফলাফল হতে পারে আরও ভয়াবহ সংঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *