ডাকসুর জিএস ফরহাদ বিয়ে করলেন চাকসুর নেত্রী সানজিদাকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা। একই দিনে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানেরও বিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর একটি মসজিদে ফরহাদ ও সানজিদার আক্দ অনুষ্ঠিত হয়। পরে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড এলাকার একটি রেস্তোরাঁয় পারিবারিক পরিসরে বিবাহোত্তর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব জানান, বুধবার দুপুরে আক্দ সম্পন্ন হওয়ার পর সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তিনি বলেন, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই আয়োজনটি সম্পন্ন হয়েছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে।

শিক্ষাজীবনে ফরহাদ স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

অন্যদিকে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী এবং তাঁর বাড়ি ফেনী জেলায়।

বিয়ের অনুষ্ঠানে ডাকসু ও চাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *