
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের পাশাপাশি গতকাল বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল:
- বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত সংস্কার।
- পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি।
- আঞ্চলিক সহযোগিতা জোরদার করার সম্ভাবনা।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ১,০০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শরীফ এই ধরনের দুর্যোগের তীব্রতা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবকে দায়ী করেন।
ড. ইউনূস জানান, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত রাজনৈতিক সংস্কারের মাধ্যমে অর্থপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটবে বলে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেন, “এ সংস্কারগুলো বাংলাদেশে আরেকজন স্বৈরাচারের উত্থান ঠেকাতে করা হয়েছে।” তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘জুলাই চার্টার’ স্বাক্ষরের মাধ্যমে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার অন্তর্ভুক্ত করার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সার্ক নিষ্ক্রিয় থাকার কারণে দুই নেতা আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রিন্সিপাল সচিব সিরাজ উদ্দিন মিয়া, এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।