ডিএনসিসির উদ্যোগে বিশ্ব মশা দিবসে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিএনসিসির উদ্যোগে বিশ্ব মশা দিবসে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস ২০২৫। দিবসটিকে ঘিরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

দিবস উদযাপনের মাধ্যমে জনসাধারণকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও জিকা ভাইরাসসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন করা এবং প্রতিরোধমূলক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য ঘোষণা করা হয়েছে—
“মশক প্রজনন স্থল নির্মূলকরণই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধের মূল উপায়।”

রাজধানীর গুলশান-২ গোলচত্বরে আয়োজিত র‌্যালিতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিও এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।

র‌্যালি শেষে আলোচনায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন—
“জনসচেতনতা ও যৌথ উদ্যোগের মাধ্যমেই মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব। এভাবে একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মশামুক্ত নগর গড়ে তোলা যাবে।”

এছাড়া দিবস উপলক্ষে ডিএনসিসির ১০টি অঞ্চলে পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *