অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ডিএনসিসি’র বিশেষ অভিযান শুরু সোমবার

অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ডিএনসিসি’র বিশেষ অভিযান শুরু সোমবার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে একযোগে বিশেষ অভিযান শুরু হবে। ডিএনসিসি’র প্রশাসক মহোদয়ের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে ডিএনসিসি’র ১০টি অঞ্চলেই এই অভিযান শুরু হবে। অভিযান চলাকালীন প্রয়োজনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আনসার সদস্যরা অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

সকল নাগরিককে অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারসমূহ স্বেচ্ছায় অপসারণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বেচ্ছায় অপসারণ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এগুলো অপসারণ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই বিশেষ অভিযানে ডিএনসিসি’র প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *