
ধানমন্ডির একটি সরকারি বহুতল ভবনে নীতিমালা ভেঙে ১২ জন সাবেক আমলা ও বিচারককে দেওয়া ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বরাদ্দে প্রভাব খাটিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি সরকারি জমিতে নির্মাণাধীন ১৪ তলা ভবনের এসব ফ্ল্যাট বরাদ্দ নিয়ে আগে থেকেই দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে ভূমিকা রাখা শীর্ষ পর্যায়ের আমলাদের পুরস্কার হিসেবে এসব বরাদ্দ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে দুদকের তদন্ত এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি বরাদ্দে অনিয়মের প্রমাণ পায়। সেই অনুযায়ী কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভায় বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বরাদ্দ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন:
অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক, সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, মো. মোজাম্মেল হক খান, এম এ কাদের সরকার, আসলাম আলম, আকতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, জেলা জজ মো. মঞ্জুরুল বাছিদ, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, অধ্যাপক নেহাল আহমেদ, নির্বাচন কমিশনার আনিছুর রহমান ও এস এম গোলাম ফারুক।