বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং এনএসআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের উপর দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে বিচারক জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আদালতে জানানো হয়েছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধ শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। সন্দেহ করা হচ্ছে তিনি ও তার পরিবার বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন।
কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও খন্দকার আবুল কাইয়ুমের বিরুদ্ধে এনএসআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ রয়েছে। তারা তার সম্পদ স্থানান্তরের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন বলে জানানো হয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।