সীতাকুণ্ডে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৪

সীতাকুণ্ডে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৪

আজ (শনিবার, ৩০ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে চারজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

উক্ত কারখানা থেকে ছয়টি দেশীয় অস্ত্র, পাঁচটি তাজা কার্তুজ, ৩৫টি খালি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়া, দুটি ওয়াকিটকি চার্জারসহ এবং একটি মেগাফোনও উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *