দেশের মানচিত্রে যোগ হচ্ছে নতুন দুই বিভাগ ফরিদপুর ও কুমিল্লা

দেশের মানচিত্রে যোগ হচ্ছে নতুন দুই বিভাগ ফরিদপুর ও কুমিল্লা

সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। একই সঙ্গে দুটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি স্টার অনলাইন নিজস্ব সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রি-নিকার’ বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে দেশে মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। নতুন দুটি বিভাগ গঠিত হলে মোট বিভাগের সংখ্যা হবে দশটি। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে নতুন বিভাগ হিসেবে উন্নীত করা হয়েছিল।

জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন দুটি বিভাগের জন্য জেলার তালিকা প্রস্তাব করেছে:

দুই বিভাগ গঠনের পাশাপাশি নতুন দুটি উপজেলা গঠনের খসড়া প্রস্তাবও চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ:

১. বাঙ্গরা উপজেলা: কুমিল্লার মুরাদনগর উপজেলা ভেঙে এর বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে এই নতুন উপজেলা গঠিত হবে। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

২. ফটিকছড়ি উত্তর উপজেলা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে এই নতুন উপজেলা সৃষ্টি করা হবে।

নিকারের চূড়ান্ত অনুমোদনের পর দেশের প্রশাসনিক কাঠামোর এই বড় পরিবর্তন কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *