দেশ গঠনে ইসলামের পক্ষের নেতৃত্ব চাইলেন রেজাউল করীম

দেশ গঠনে ইসলামের পক্ষের নেতৃত্ব চাইলেন রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের কল্যাণ, ইসলাম ও মানবতার পক্ষে যারা সোচ্চার, তারা যদি এক কণ্ঠে আওয়াজ তোলে, তাহলে সত্য প্রতিষ্ঠিত হবে এবং অন্যায় মুছে যাবে। তাঁর মতে, যারা কেবল ক্ষমতা চায়, তারা জনগণের ঐক্য ও বিশ্বাসের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে দেশের রাজনৈতিক সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি (PR পদ্ধতি) চালুর দাবি জানানো হয়।

মুফতি রেজাউল করীম বলেন, “৫ আগস্টের ঘটনার পর দেশজুড়ে ইসলামের পক্ষে একটি আবেগ তৈরি হয়েছে। আমাদের এই আবেগকে কাজে লাগাতে হবে। আমরা চেষ্টা করছি ইসলামি আদর্শে অনুপ্রাণিত একটি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে। এজন্য আমাদের প্রয়োজন জনগণের সহযোগিতা।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন যারা দেশ চালিয়েছে, তারা একাধিকবার ব্যর্থ হয়েছে। তাদের দিয়ে নতুন করে আর কিছু হবে না। প্রয়োজন নতুন চিন্তা, নতুন পথ, যার মাধ্যমে বিচার ও সংস্কার নিশ্চিত হবে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “দেশের জনগণ পরিবর্তন চায়। গণহত্যার বিচার ছাড়া সংস্কার ও নির্বাচন সম্ভব নয়। নির্বাচন হবে পিআর পদ্ধতিতে— যাতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শক্তির উত্থান না ঘটে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ নজরুল আহসান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, এবং ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *