
ছবি : এএফপি
আগামী মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে ঢাকা দিল্লিকে চিঠি দিয়েছিল। গত বুধবার পাঠানো সেই চিঠির উত্তর এখনও দেয়নি দিল্লি।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।”
আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা।
এদিকে, ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধটি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এ কথা জানিয়েছেন নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ওই বৈঠক গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী মোদি আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবেন। বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি বিবেচনাধীন।