রাজশাহী জেলার পুঠিয়া থানার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সকাল ৮:৩৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ফজলে রাব্বী হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোঃ রহিদ মোল্লার পুত্র।
রাজশাহী ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও তার নেতৃত্বাধীন একটি টিম বানেশ্বর বাজার এবং আশপাশের এলাকায় বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। তারা জানতে পারেন, নয়াপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ির একটি কক্ষে একজন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। ডিবি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযুক্তের শয়নকক্ষের খাটের নিচে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৭ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় অভিযানে অভিযুক্ত আরেক মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম মোল্লা পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।