
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ২৮টি পদের জন্য ৫০৯ মনোনয়নপত্রের মধ্যে ৪৬২ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। ৪৭ জন প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং তাদের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে।
প্রাথমিক তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ। অন্যান্য পদে যথাক্রমে মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ৯ জন, সমাজসেবা সম্পাদক ১৩ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, ছাত্র পরিবহন সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ১১ জন, কমন রুম-রিডিং রুম-ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৫ জন এবং সাহিত্য সম্পাদক ১৯ জন প্রার্থী রয়েছে।
প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে ৪৭ জনের, যাদের মধ্যে নাম্বার বা নাম পরিচয়ে ত্রুটি, বাবা-মায়ের নামের ভুল, স্বাক্ষর ইত্যাদি সমস্যার কারণে আপিল করতে হবে। প্রার্থীরা আগামী ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট বিকাল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর এবং ফলাফল একই দিনে প্রকাশিত হবে। এবারই প্রথমবার হলের বাইরে ৬টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।