ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচনের সব কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। বামজোট মনোনীত প্রার্থীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। সেই রিটে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে অভিযোগ তোলা হয়েছিল।

তবে, হাইকোর্টের আদেশের ৪৫ মিনিটের মধ্যেই চেম্বার আদালত সেই আদেশ একদিনের জন্য স্থগিত করে। পরে ২ সেপ্টেম্বর চেম্বার আদালত স্থগিতাদেশের মেয়াদ আরও একদিন বাড়ায়। অবশেষে আজ আপিল বিভাগ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেয়, যার ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকছে না।

এই শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রিটের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং এস এম ফরহাদের পক্ষে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *