
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে দক্ষিণ খুলশীতে চালিয়েছে বিশেষ মশক নিধন কার্যক্রম। মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় চলমান ‘ক্রাশ প্রোগ্রাম’-এর অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।
এই কার্যক্রমের সূচনা হয় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের দক্ষিণ খুলশী ১ নম্বর রোডের একটি মসজিদের সামনে। উদ্বোধনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, চসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং মেয়রের সহকারী মারুফুল হক চৌধুরী।
চসিক জানিয়েছে, ২৯ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ মশক নিধন কার্যক্রম পুরো নগরজুড়ে পর্যায়ক্রমে পরিচালিত হবে। প্রথমে নভেম্বর পর্যন্ত চালানোর পরিকল্পনা থাকলেও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
চসিকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে জনগণের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং এর মাধ্যমে নগরবাসীকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দেওয়া হচ্ছে।