
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রায় ৯৯ শতাংশ প্রস্তাবনা বিএনপি অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল। তিনি বলেন, দেশের সব জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শনিবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন। তার বক্তব্যে তিনি বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিল, যা আজ সরকার গঠিত রিফর্ম কমিশনের আলোচনার বিষয়।
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ড্যাবের জাতীয় কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের পর দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার ছিলেন ৩১৩১ জন। নির্বাচনে অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে ‘হারুন-শাকিল’ এবং অধ্যাপক একেএম আজিজুল হকের নেতৃত্বে ‘আজিজ-শাকুর’ প্যানেল অংশগ্রহণ করে।
তারেক রহমান চিকিৎসকদের উদ্দেশে বলেন, স্বাস্থ্য খাতসহ ৩১ দফা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন। তিনি জানান, এই ৩১ দফার সফল বাস্তবায়ন শুধুমাত্র সরকার বা দলের সংসদ সদস্যদের পক্ষে সম্ভব নয়, প্রত্যেক মানুষের সহযোগিতা দরকার।
তিনি যুক্তরাজ্যের সেবাদান ও জবাবদিহি ব্যবস্থার উদাহরণ দিয়ে বলেন, সেখানে রোগীরা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছে কারণ সুষ্ঠু অ্যাকাউন্টেবিলিটি ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে এই ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, দেশ আমাদের সবার, তাই একসঙ্গে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
গত বছর আগস্টের ৫ তারিখে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন হয়, যেখানে জনগণ শ্বাস নিতে পেরেছিল। তবে তারা আরও ভালো পরিবর্তন আশা করে। তিনি বলেন, জনগণের এই প্রত্যাশা বাস্তবায়নের দায়িত্ব বিএনপির ওপর, কারণ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে তারা বিশ্বাস করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ। বক্তৃতা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ, অধ্যাপক একেএম আজিজুল হক, ডা. মোস্তফা আজিজ সুমন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক এসএম রফিকুল ইসলাম বাচ্চু, পারভেজ রেজা কাকন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মামুন আহমদ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।