
মাদারীপুর সদর মডেল থানায় দুর্ধর্ষ স্বর্ণালংকার চুরি মামলার একজন আসামিকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত ২০ সেপ্টেম্বর মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকার নারী সঙ্গীতশিল্পী সীমা সাহার বাসায় সংঘটিত চুরির ঘটনায় এই গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেপ্তার করে।
গত ২০/০৯/২০২৫ তারিখ ভোরে সঙ্গীতশিল্পী সীমা সাহার বাসায় চুরির ঘটনাটি ঘটে। অজ্ঞাতনামা চোরচক্র বাসায় কেউ না থাকার সুযোগে তার দ্বিতীয় তলার বারান্দার (বেলকুনীর) গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ১২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর সীমা সাহা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১০ অনুসন্ধান শুরু করে। এর ধারাবাহিকতায় আজ, ২৮/০৯/২০২৫ তারিখ দুপুর ১২.৩৫ ঘটিকার সময়, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: আজাদ রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ মোট ১৫ ভরি ৭ আনা ১ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আজাদ রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।