কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা ও গোলাম মাওলার ছেলে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমাম হোসেন বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলা ছিল। গত ৩০ মার্চ কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।