লোহাগাড়া ও ভালুকায় রাতভর অভিযান, অস্ত্র-ড্রাগসহ আটক সন্ত্রাসী ও ব্যবসায়ী

লোহাগাড়া ও ভালুকায় রাতভর অভিযান, অস্ত্র-ড্রাগসহ আটক সন্ত্রাসী ও ব্যবসায়ী

চট্টগ্রাম ও ময়মনসিংহে আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাতিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল লোকাল গান, ৩ রাউন্ড গুলি, ৩৬টি ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মো. আব্দুল্লাহ ও মাদক ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে।

অন্যদিকে একই রাতে আনুমানিক ২টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জীবনতলা বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *