
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে তামিম ও বুলবুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি তামিমকে তার প্যানেলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এক প্রশ্নের জবাবে লবি বলেন, “আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল থেকে আসলে তামিম ইকবালই প্রার্থী হবে।”
লবি জানান, তার ওপরও প্রার্থী হওয়ার চাপ ছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, “তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। তামিম খুবই ভালো ছেলে এবং একজন নামকরা ক্রিকেটার। সবদিক থেকে ভালো। আমরা যদি তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে সে ভালো করতে পারবে।”
লবি আরও বলেন, তিনি পত্রিকায় দেখেছেন যে বুলবুলও সভাপতি হতে চাইছেন। এতে তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, “এখন দেখছি এখানেও রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির মধ্যে গেলে হবে না। আমি কিন্তু বিসিবিতে এসেই প্রথম কথা বলেছিলাম রাজনীতি চলবে না। আমরা সবাই এক। এখন দেখা যাক কী হয়।”
মতবিনিময় সভায় খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।