
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই সময়ে ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়, যেখানে শনাক্তের হার ছিল ৪.১৭ শতাংশ।
তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত করোনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে, আর ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২১ জনে।