
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এসময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৩৮৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়:
- ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশে মোট মৃত্যু: ২৯,৫২১ জন
- চলতি বছরের মৃত্যু সংখ্যা: ২২ জন
- চলতি বছরের আক্রান্ত: ৫৬৯ জন
- এ পর্যন্ত মোট আক্রান্ত: ২০,৫২,১১৪ জন
স্বাস্থ্য অধিদফতর সকলকে সচেতন থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।