“চরিত্রহনন নয়, প্রয়োজন যুক্তি ও শালীনতা” — শফিকুর রহমান

“চরিত্রহনন নয়, প্রয়োজন যুক্তি ও শালীনতা” — শফিকুর রহমান

দেশে সাম্প্রতিক সময়ের একের পর এক বেদনাদায়ক ঘটনার প্রেক্ষিতে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক দল, সরকার এবং সাধারণ জনগণসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ড. শফিকুর রহমান।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব কেবল সরকারের নয়। সকল রাজনৈতিক দল ও পেশাজীবীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা আমাদের তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। তবে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়, যুক্তি ও তথ্যনির্ভরভাবে। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন করা অনাকাঙ্ক্ষিত এবং সমাজের জন্য ক্ষতিকর।”

চরিত্রহননের মতো আচরণ সমাজে বিদ্বেষ, বিশৃঙ্খলা এবং বিভাজন সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি। এর পরিবর্তে সংযত ও দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “এই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সকলকে সংযত ও সচেতন হতে হবে।”

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, “মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন। আমিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *