
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ কুমিল্লা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। এই সফরের সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়ন, জেলা কার্যালয় এবং কুমিল্লা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার মোহাঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাটালিয়ন পরিদর্শনে দিকনির্দেশনা
পরিদর্শনকালে মহাপরিচালককে ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি চলমান আনসার মৌলিক প্রশিক্ষণের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও দুর্গাপূজায় সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে, তিনি বাহিনীর সদস্যদের দেশের টেকসই উন্নয়নে অংশ নিতে বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
মহাপরিচালক এই ব্যাটালিয়নের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি গোলাপজাম চারা রোপণ করেন।

‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে আলোচনা
মহাপরিচালক কুমিল্লা রেঞ্জ কার্যালয়েও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আনসার-ভিডিপি সদস্যদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এই প্রসঙ্গে মহাপরিচালক বাহিনীর নতুন ‘সঞ্জীবন প্রকল্প’-এর কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “সঞ্জীবন প্রকল্প কেবল একটি কর্মসূচি নয়, এটি প্রান্তিক কর্মহীন জনগোষ্ঠীর মুক্তির আলোকবর্তিকা, যা গ্রামীণ অর্থনীতিকে জাগ্রত করবে।”

পরিদর্শন শেষে মহাপরিচালক বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।