ওয়ারীতে ‘কলম্বো সাহেবের সমাধি’ সংস্কার কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি উপদেষ্টা

ওয়ারীতে ‘কলম্বো সাহেবের সমাধি’ সংস্কার কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ রাজধানীর ওয়ারীর নারিন্দায় অবস্থিত ঐতিহাসিক ‘কলম্বো সাহেবের সমাধি’-এর সংস্কার কাজের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এই খ্রিস্টান কবরস্থানে ৩০০-৪০০ বছরের পুরোনো অনেক পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, আমেরিকান ও চীনা ব্যক্তিত্বের সমাধি রয়েছে। ঢাকার প্রাচীনতম ছবিগুলোর মধ্যে এই কবরস্থানের ‘কলম্বো সাহেবের সমাধি’ এবং ‘নাগাপন ঘাট’ এর ছবি অন্যতম। স্থপতি ড. আবু সাঈদ এই সংস্কার কাজের নেতৃত্ব দেন এবং এতে অর্থায়ন করে BACSA ও কমনওয়েলথ হেরিটেজ ফোরাম (CHF)।

অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নতুন বাংলাদেশে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান গুরুত্ব নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, নববর্ষ, ঈদ, বুদ্ধ পূর্ণিমা এবং আসন্ন দুর্গাপূজার মতো উৎসবে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে যাত্রা শুরু করেছে। তিনি আরও জানান, এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো সরকারের উদ্যোগে প্রমোশনাল ভিডিও নির্মাণ করা হচ্ছে এবং শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই ধারা আগামী বড়দিনেও অব্যাহত থাকবে, যাতে সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর এবং সব লিঙ্গের মানুষ এই রাষ্ট্রকে নিজেদের মনে করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *