
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোরের ফকির মোহন কলেজে এক ছাত্রী বিভাগীয় প্রধানের যৌন হয়রানির প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ছাত্রীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, বাঁচাতে গিয়ে এক সহপাঠীও ৭০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা দুজনই আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ জানিয়েছেন, কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে ছাত্রী লিখিত অভিযোগ করলেও তদন্তে দেরি হওয়ায় হতাশায় এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। অভিযুক্ত শিক্ষক ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেন, “অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে শিক্ষকের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।” ঘটনার পর কলেজে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
বালাসোর পুলিশ সুপার রাজ প্রসাদ জানান, “অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, প্রমাণ সংগ্রহে কাজ চলছে।”