
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল, ১৭ সেপ্টেম্বর, তাঁর জন্মদিন ছিল এবং এই উপলক্ষে কেন্দ্রীয় সরকার ‘প্রেরণা’ নামক একটি কর্মসূচির আওতায় দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তাঁর জীবনভিত্তিক চলচ্চিত্র ‘চলো জীতে হ্যায়’ দেখানো শুরু করেছে।
এই কর্মসূচি শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে এবং টানা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ, শিক্ষার্থীদের জন্য এই চলচ্চিত্রটি মোট ১৭ দিন ধরে প্রদর্শিত হবে। ‘প্রেরণা’ কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, কঠোর পরিশ্রম, দেশপ্রেম ও সেবাপরায়ণতার মতো গুণাবলী জাগিয়ে তোলা।
নরেন্দ্র মোদির শৈশব, কৈশোর এবং একজন নেতা হিসেবে তাঁর উত্থান নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন তিনটি সংস্থা তত্ত্বাবধান করছে। এটি দেখানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা মোদির জীবন থেকে অনুপ্রাণিত হতে পারে এবং নিজেদেরকে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।