চকবাজারে ফার্মেসি মালিককে ছুরিকাঘাত: হামলাকারী গ্রেফতার

চকবাজারে ফার্মেসি মালিককে ছুরিকাঘাত: হামলাকারী গ্রেফতার

রাজধানীর চকবাজার এলাকায় এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করার ঘটনায় দায়ী হামলাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানা।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)। শনিবার (১৯ জুলাই) রাত ৮:৩০ মিনিটে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকবাজার থানা সূত্র জানায়, গত ১৬ জুলাই বিকেলে চকবাজারের নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসি’-র মালিক মোঃ নাহিদুল ইসলাম (৩৭)-এর উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, ঐদিন দুপুরে একজন অজ্ঞাতনামা ব্যক্তি অতিরিক্ত ঘুমের ওষুধ কেনার অনুরোধ করেন। প্রেস্ক্রিপশন চাইলে তিনি দোকানদারকে গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যান। পরে বিকেল ৩:১৬ মিনিটে সেই ব্যক্তি ফিরে এসে দোকানেই নাহিদুল ইসলামের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন এবং দ্রুত পালিয়ে যান।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর ভুক্তভোগী চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযানে তাকে আটক করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে বংশালের একটি বাসার বাথরুমের ফল্স সিলিং থেকে হামলার সময় ব্যবহৃত ছুরি, তার পরা জামা-প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *