
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চুনতি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মনিরুল উখিয়ার বালুখালী এলাকার আকরাম উল্লাহর ছেলে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চে কনস্টেবল হিসেবে কর্মরত। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হয়। চালকের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি আরও জানান, মনিরুলকে একমাত্র আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী সময়ে আদালতে গ্রেপ্তার দেখিয়ে তাকে সোপর্দ করা হয়েছে।