চাঁদপুর শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০।

আব্দুর রহমান সাদিপ , চাঁদপুর প্রতিনিধি , দেশীবার্তা , ২৪মে ২০২৫, শনিবার।

চাঁদপুর শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
চাঁদপুর শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজে বিতাড়িত অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) সকালে আনোয়ার হোসেন ভুঁইয়া কিছু রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে কলেজে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণের চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু সাঈদ বিজয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে শিক্ষক আবু সাঈদ বিজয়, কামরুন নাহার এবং শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে সাতজনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *