সিআইডির অভিযানে সাত বছর আগের চোরাচালান মামলার আসামি গ্রেফতার

সিআইডির অভিযানে সাত বছর আগের চোরাচালান মামলার আসামি গ্রেফতার

সাত বছর আগে চট্টগ্রামে ৬০ হাজার শলাকা বিদেশি সিগারেট চোরাচালানের ঘটনায় জড়িত থাকার দায়ে মোহাম্মদ হাসেম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রাম সিআইডি তাকে পটিয়া থেকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে হাসেম স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

২০১৮ সালের ১১ জুন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজীর দেউড়ি এলাকায় এস.এ. পরিবহনের একটি শাখায় অভিযান চালায়। সেখানে তারা কসমেটিকসের আড়ালে আনা তিনটি বস্তায় মোট ৬০ হাজার শলাকা ESSE Light এবং BENSON & HEDGES ব্র্যান্ডের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করে। এই চালানের প্রেরক এবং প্রাপকের ঠিকানায় কিছু দোকানের নাম ছিল। কোনো বৈধ কাগজপত্র না থাকায় ডিবি একটি মামলা দায়ের করে।

প্রাথমিকভাবে ডিবি এই মামলার তদন্ত শুরু করলেও পরে তা সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্তে জানা যায়, চোরাচালানের কাজে ব্যবহৃত সিম কার্ডটি পুরোনো এবং এটি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো বিক্রি করা হয়েছিল। সিমের রেজিস্ট্রেশন থেকে একজন বিজিবি কুক-এর নাম-ঠিকানা পাওয়া গেলেও তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। ফলে এই মামলাটি দীর্ঘ সাত বছর ধরে অমীমাংসিত ছিল।

সম্প্রতি সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার অফিসারদের সমন্বয়ে গঠিত একটি দল নতুন করে তদন্ত শুরু করে। তারা মোবাইল অপারেটর কোম্পানির আর্কাইভ থেকে ২০১৭-১৮ সালের ডেটা সার্ভার ঘেঁটে অপরাধে ব্যবহৃত সিম কার্ডটির মূল ব্যবহারকারী মোহাম্মদ হাসেমকে শনাক্ত করে।

গ্রেফতার এড়াতে মোহাম্মদ হাসেম ঘন ঘন নিজের বাসা এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতেন। অবশেষে, দীর্ঘ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ২৯ আগস্ট তাকে পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে হাসেম নিজের অপরাধ এবং তার সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিআইডি আরও জানায়, হাসেমের বিরুদ্ধে ২০০৯ সালে কক্সবাজারের চকরিয়া থানায়ও একটি চোরাচালান মামলা রয়েছে।

এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য সিআইডির অভিযান এখনো চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *