চূড়ান্ত হলো জুলাই ঘোষণাপত্র, আসছে ৫ আগস্ট: প্রেস উইং 

চূড়ান্ত হলো জুলাই ঘোষণাপত্র, আসছে ৫ আগস্ট: প্রেস উইং 

আগামী ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। মঙ্গলবার বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সকল পক্ষের উপস্থিতিতে এ ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। বিষয়টি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে ঘোষণাপত্রটি প্রকাশ করতে যাচ্ছে সরকার। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঘোষণাপত্রটি ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে। ঐকমত্য কমিশন এরই মধ্যে দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক ও মতবিনিময় সম্পন্ন করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণাপত্র হতে পারে দেশের রাজনীতিতে একটি নতুন মাইলফলক, যা অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কাঠামো ও নীতির দিকনির্দেশনা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *