চুনারুঘাটে মুল্লুক চলো দিবসে হাজারো চা শ্রমিকের সমাবেশ, ভূমির অধিকার ও মজুরি বৃদ্ধির দাবি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা ঐতিহাসিক চা শ্রমিক দিবস বা মুল্লুক চলো দিবস উপলক্ষে এক বিশাল সমাবেশের আয়োজন করেন। মঙ্গলবার সকাল ১১টায় চান্দপুর চা বাগান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নিতে বিভিন্ন চা বাগান থেকে হাজার হাজার চা শ্রমিক মিছিল সহকারে চান্দপুরে এসে জড়ো হন।

সমাবেশে সভাপতিত্ব করেন চানপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চা কন্যা খাইরুন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা, কাঞ্চন পাত্র, স্বপন সাঁওতাল, ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সফিকুল ইসলাম।

চা শ্রমিকরা তাদের দীর্ঘদিনের দাবি—ভূমির অধিকার, শ্রমিকদের সঙ্গে হওয়া বৈষম্যের অবসান এবং ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি তুলেন। পাশাপাশি তাঁরা চা শ্রমিক দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।

এবার তারা ১০৪তম চা শ্রমিক দিবস পালন করলেন। ইতিহাস অনুযায়ী, ১৯২১ সালের ২০ মে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা শ্রমিক পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান, নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ সৈন্যদের গুলিতে শত শত শ্রমিক নিহত হন। যারা পালিয়েছিলেন তারাও ব্রিটিশ নির্যাতনের শিকার হন।

এই দিনটির স্মরণে প্রতিবছর ২০ মে ‘মুল্লুক চলো দিবস’ হিসেবে পালন করে আসছেন চা শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *