চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনিয়মের সত্যতা মিলেছে

চকরিয়া, কক্সবাজার

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনিয়মের সত্যতা মিলেছে


চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি গোপন অভিযান পরিচালনা করেছে। কক্সবাজারের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে উপস্থিত হয়ে রোগী ও সেবাগ্রহীতাদের কাছ থেকে সেবার মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

অভিযানে অংশগ্রহণকারীরা জানান, একাধিক রোগী চিকিৎসা পেতে হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন, যার প্রাথমিক সত্যতাও মিলে যায়। এরপর ওষুধ স্টোর রুম পরিদর্শন করে টিম মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হওয়া ওষুধ সংরক্ষণের মতো গুরুতর অনিয়মও চিহ্নিত করে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে পাওয়া এসব অনিয়মের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করা হবে এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *