
চট্টগ্রামের বিস্ফোরক মামলায় ইসকন বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ জুন) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালত এ আদেশ দেন।
এ মামলার প্রতিবেদন ২২ জুনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
চিন্ময়কে গত বছর শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রদোহিতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তার গ্রেপ্তারে চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন অনুসারীদের বিক্ষোভ ও সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়, যার তদন্তে চিন্ময়ের সম্পৃক্ততা পায় পুলিশ।