
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে চীনের হাইনানে পৌঁছেছেন।
আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৪টা ১৫ মিনিটে, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হাইনানের কিউনহায় বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর।
এর আগে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি আজ বেলা ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।