চীনের উপহারে ডেঙ্গু মোকাবেলায় সহায়তা পেল বাংলাদেশ, এলো ১৯ হাজার কম্বো কিট

চীনের উপহারে ডেঙ্গু মোকাবেলায় সহায়তা পেল বাংলাদেশ, এলো ১৯ হাজার কম্বো কিট

চীন সরকারের সহায়তায় বাংলাদেশে এসেছে ১৯ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কম্বো কিট, যা একই সঙ্গে NS1, IgG এবং IgM পরীক্ষা করতে সক্ষম।

আজ সকাল ১০:৩০টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এই কিট হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, এগুলো ডেঙ্গু নির্ণয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, “ডেঙ্গু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। নতুন কিট ডায়াগনস্টিক সক্ষমতা আরও বাড়াবে।”

তিনি জানান, চীনের সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হচ্ছে, যার আওতায় ভবিষ্যতে হাসপাতাল অবকাঠামো, রোবটিক প্রযুক্তি ও ভ্যাকসিন উন্নয়নেও কাজ চলবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *