
বাংলাদেশে আসা চীনের চিকিৎসক প্রতিনিধি দল রোববার বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য এই মেডিকেল টিম বাংলাদেশে এসেছে।
সাক্ষাতে অধ্যাপক ইউনূস দ্রুত সাড়া দেওয়ার জন্য চীনা মেডিকেল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই আন্তরিক মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে ঘনিষ্ঠ সহযোগিতা ও যোগাযোগ বজায় থাকবে, যা দুই দেশের মানুষের উপকারে আসবে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান এবং বলেন, “চীন ও বাংলাদেশ প্রকৃত বন্ধু, যারা একে অপরের দুর্দশায় পাশে দাঁড়ায়।” তিনি জানান, চীন তার সামর্থ্য অনুযায়ী আহতদের চিকিৎসা সহায়তা দিয়ে যাবে এবং স্বাস্থ্যখাতে যৌথভাবে জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে।