আব্দুর রহমান সাদিপ, দেশিবার্তা প্রতিনিধি, ২৫মে ২০২৫, রবিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য ১৫ লক্ষ টাকা ব্যয়ে ঠান্ডা পানির ফিল্টার বসিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতা দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি এস.এম. ফরহাদ জানান, “এই প্রকল্পে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনের তুলনায় কিছুই না। এটি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা ছিল।

কিন্তু যেহেতু প্রশাসন পেরে উঠছে না, তাই শিক্ষার্থীদের কল্যাণে আমাদের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দেরিতে হলেও হলগুলোতে পৌঁছানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা আমাদেরকে বারবার নক দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা আগে থেকেই শিক্ষার্থীদের কল্যাণে নানা ধরনের প্রকল্প চালিয়ে আসছি। এবার গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে আমরা প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ফিল্টারগুলো একসঙ্গে ৪০ লিটার পর্যন্ত পানি ধারণ করতে সক্ষম। ইতিমধ্যে কয়েকটি হলে ফিল্টার বসানো সম্পন্ন হয়েছে, বাকিগুলো আজকের মধ্যে সম্পন্ন করার চেষ্টা চলছে।”
শিক্ষার্থীরা জানায়, ক্লাসে যাওয়ার আগে তারা দোকানে গিয়ে ঠান্ডা পানি বা লেবুর শরবত কিনে খেতো। এখন হলে থেকেই বিনামূল্যে ঠান্ডা পানি পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে। অনেকেই জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য দারুণ স্বস্তির কারণ হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পেরে ছাত্রশিবিরও আনন্দিত। তারা জানায়, শিক্ষার্থীদের এই খুশির অংশীদার হতে পারা তাদের জন্য গর্বের বিষয়।