নুরুল হক নুরের দাবি: এবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলে ৩০ বছরেও হবে না

নুরুল হক নুরের দাবি: এবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলে ৩০ বছরেও হবে না

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নুরুল হক নুর বলেছেন, যদি এবার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে আগামী কয়েক দশকেও তা সম্ভব হবে না।

তিনি সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘দাসত্ব নাকি মুক্তি: শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে ছাত্র সংসদ’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, হল পর্যায়ে রাজনীতি না চাইলেও ক্যাম্পাসে রাজনীতির উপস্থিতি থাকা উচিত, যা ছাত্র সংগঠনগুলোর মধ্যস্থতায় হওয়া প্রয়োজন।

জাতীয় নির্বাচন নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর মধ্যে ফাটল বাড়ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।’

পিআর পদ্ধতির প্রসঙ্গে তিনি জানান, বিএনপির দ্বিমতের কারণে এই পদ্ধতির বাস্তবায়ন অনিশ্চিত। এর ফলে সংসদ বারবার ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে পরবর্তী সরকারের ওপর।

এই মতবিনিময় সভার আয়োজন করে ‘মুক্তালাপ’ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *