জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার অসাধারণ ত্যাগ ভুলে যাওয়া যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার অসাধারণ ত্যাগ ভুলে যাওয়া যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অসংখ্য ছাত্র-যুবকের যে ত্যাগ এবং আত্মত্যাগ ছিল, তা জাতি কখনোই ভুলবে না। বাঙালির মুক্তিসংগ্রামের গর্বজনক ইতিহাসের অংশ হিসেবে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের মতো এই গণ-আন্দোলনও স্মরণীয় হয়ে থাকবে।

আজ রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুরুতেই একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা জুলাই গণ-অভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের অবদান তুলে ধরে।

নূরজাহান বেগম আরো বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যথাযথ চিকিৎসা প্রদানে সরকারি স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। যারা জীবনের উৎসে হারিয়েছেন তাদের বেদনা একমাত্র পরিবারই অনুভব করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় যেন দেশের মানুষকে ভোগাতে না পারে।

অনুষ্ঠানে একটি ভিডিও বার্তায় দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেন, ‘জুলাই মাসের বীরযোদ্ধাদের জীবন রক্ষায় আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিন-রাত কাজ করেছেন। তাদের এই ত্যাগ চিরকাল স্মরণীয় থাকবে।’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *