চট্টগ্রাম থেকে নোয়াখালী সেনবাগের কেশার পাড়া ইউনিয়নের কাশেম হত্যা মামলার আসামি গ্রেফতার ।

মোঃশামছুল হক শামীম , নোয়াখালী প্রতিনিধ, দেশীবার্তা, ৩১মে২০২৫, শনিবার।

চট্টগ্রাম থেকে নোয়াখালী সেনবাগের কেশার পাড়া ইউনিয়নের কাশেম হত্যা মামলার আসামি গ্রেফতার
আসামী ইসমাইল হোসেন হোরন(৩৫)।

কেশার পাড় ইউনিয়নের আবুল কাশেম হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নং আসামী ইসমাইল হোসেন হোরন(৩৫), পিতা – মৃত সোলায়মান মোল্লা, সাং – কেশারপাড় ৮নং ওয়ার্ড, থানা- সেনবাগ নোয়াখালী কে গ্রেপ্তার করেন সেনবাগ থানার পুলিশ। গতকাল ৩০-০৫-২০২৫ তারিখ বিকেল অনুমান ০৫:০০ ঘটিকার দিকে চট্টগ্রাম শহরের সদরঘাট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। অন্যান্ন আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন বলে যানিয়েছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *