দেশসেরা সিটি গভর্ন্যান্সের স্বীকৃতি পেল চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

দেশসেরা সিটি গভর্ন্যান্সের স্বীকৃতি পেল চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সিটি গভর্ন্যান্সের বার্ষিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সাংগঠনিক দক্ষতা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, নাগরিক সম্পৃক্ততা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকে সর্বোচ্চ স্কোর অর্জনের স্বীকৃতিস্বরূপ মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত “সিটি কর্পোরেশন পরিচালন কাঠামো উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০” বাস্তবায়ন মনিটরিংয়ের ছয় নম্বর স্টিয়ারিং কমিটি সভা এবং সিটি কর্পোরেশনের সক্ষমতা উন্নয়ন প্রকল্প (C4C-2)–এর দ্বিতীয় জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির (JCC) সভায় মেয়রকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, ২০২৪–২৫ অর্থবছরের মূল্যায়নে ১৫টি সূচকের ভিত্তিতে এই র‍্যাংকিং তৈরি করা হয়। চলতি বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুই দিনের সুনির্দিষ্ট মূল্যায়নের মাধ্যমে গভর্ন্যান্স পারফরম্যান্স নির্ধারণ করা হয়। এর ভিত্তিতেই চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করে।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই সম্মান কেবল আমার একার নয়—এটি চট্টগ্রামবাসীর সম্মিলিত অর্জন। নগরবাসীর ভালোবাসা, চসিক টিমের নিরলস পরিশ্রম এবং আন্তরিকতা আমাদের এ সফলতার পথে এগিয়ে নিয়েছে। ইনশাল্লাহ, আমরা চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যবান নগরীতে পরিণত করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *