
আজ শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীবাহী একটি উড়োজাহাজ যান্ত্রিক সমস্যায় পড়লে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে রানওয়ে। সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি রানওয়েতে আটকে পড়লে সাময়িকভাবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে ফ্লাইটের ৩৮৭ যাত্রী সবাই নিরাপদে অবতরণ করেছেন।
সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছে যান্ত্রিক ক্রটির কারণে থেমে যায়। এরপর সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকার (টোইং ভেহিকল) দিয়ে সরিয়ে নেওয়া হয়। তখন থেকে পুনরায় বিমানবন্দর সচল হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, অবতরণের পরপরই যান্ত্রিক সমস্যা দেখা দিলে নিরাপত্তার জন্য রানওয়ে বন্ধ রাখা হয়। তবে বড় কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।