ছাত্রদল নেতা হত্যা মামলায়, দীপু মনি সহ ৪৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা।

আব্দুর রহমান সাদিপ

ছাত্রদল নেতা হত্যা মামলায়, দীপু মনি সহ ৪৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

চাঁদপুরে ২০১৩ সালের ছাত্রদল নেতা তাজুল ইসলাম হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি সহ ৪৯০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ জুন) চাঁদপুর সদর আমলী আদালতে নিহতের বড় ভাই মো. ফারুকুল ইসলাম এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ১৪০ জনকে এবং অজ্ঞাতনামা ৩০০-৩৫০ জনকে।
বাদীপক্ষের দাবি, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে চাঁদপুর শহরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে তাজুল ইসলাম নিহত হন। তখন রাজনৈতিক প্রতিকূলতা, হুমকি এবং সুরতহাল রিপোর্ট না পাওয়ায় মামলা দায়ের সম্ভব হয়নি।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ডা. দীপু মনির ভাই ডা. জে আর ওয়াদুদ, সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও আওয়ামী লীগ নেতা আবু নঈম পাটওয়ারী দুলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *