চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী সাতরশিয়া গ্রামে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, সীমান্তঘেঁষা সাতরশিয়া গ্রামে প্রায়ই স্থানীয় গরু ও ছাগল ভারতের দিকে চলে যায়। এ ধরনের ঘটনায় সাধারণত বিএসএফ পশুদের তাড়িয়ে দেয়। তবে আজ সকালবেলা একটি ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ফেলেন।
এ সময় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে আটক করে এবং একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে ৫৩ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে যান।
এ বিষয়ে ৫৩ বিজিবির হাবিলদার মানিক জানান, অধিনায়ক স্যার বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। খুব দ্রুতই একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে, তবে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।