চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি।

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণী ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ আগস্ট সকালে বিদ্যালয়ের
মাঠে নবম ও দশম শ্রেণীর মাঝে ফাইনাল খেলা অষ্টম ও নবম শ্রেণীর নারী খেলোয়ারদের হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
খেলায় নবম শ্রেণীকে ১-২ গোলে হারিয়ে দশম শ্রেণী চ্যাম্পিয়ন হয়। গত রবিবার হ্যান্ডবল খেলায় অষ্টম শ্রেণীর ছাত্রীদের হারিয়ে নবম শ্রেণীর ছাত্রীরা ২-৪ গোলে জয়লাভ করে। খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে মোহাম্মদ আলী জিন্নাহ।
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বার, সহ-সভাপতি মোঃ সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাকির হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অত্র বিদ্যালয় এর সহাকরী প্রধান শিক্ষিকা খালেদা বেগম, সহ কারী শিক্ষক মোঃ মনির হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম, আল আমিন, মানিক দাস, মোঃ জাহাঙ্গীর সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।