
আব্দুর রহমান সাদিপ, চাঁদপুর প্রতিনিধি, দেশীবার্তা।
চাঁদপুর শহরের কদমতলা এলাকায় রোববার (১৮ মে) দুপুরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি করে। পৌরসভার একটি আবাসিক ভবনের সামনে, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসার নিচে থাকা ড্রেনে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের ফলে শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পৌরসভার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিষ্কার অবস্থায় থাকায় এর ভেতরে বিপজ্জনক গ্যাস জমে থাকতে পারে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। হঠাৎ এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সেজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।